মালদা

এক আদিবাসী গৃহবধূকে ধর্ষন করার অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে, সুবিচার না পেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই পরিবার

এক আদিবাসী গৃহবধূকে ধর্ষন করার অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে। থানায় অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে ওই গৃহবধূ বুধবার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার বামোনগোলা থানার ডোবা হাঁসপুকুর গ্রামে।

       জানা গিয়েছে তার স্বামী ভিন রাজ্যে কাজ করে। শ্বশুর, শাশুড়ি ও তার দুই সন্তানকে নিয়ে গ্রামে বসবাস করত ওই গৃহবধূ। চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখ স্বামীর অনুপস্থির সুযোগ নিয়ে প্রতিবেশী বঙ্কিম রায় রাত্রিবেলা ঘরে ঢুকে মুখে কাপড় বেঁধে ধর্ষন করে। এরপর ওই গৃহবধূকে বঙ্কিম রায় হুমকি দেয় গোটা বিষয়টি যদি কাউকে জানায় তাহলে তাকে প্রানে মেরে দেওয়া হবে। এরপর সকালে ওই গৃহবধূ সমস্ত ঘটনা পরিবারের অন্যান্য সদস্যদের জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বামগোলা থানায় অভিযুক্ত বঙ্কিম রায়ের নামে অভিযোগ দায়ের করে। কিন্তু দুই মাস হয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করে ওই গৃহবধূর পরিবার। এদিকে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ওই গৃহবধু ও তার পরিবারের সদস্যদের অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে ওই গৃহবধু ও তার পরিবার আজ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন। ওই গৃহবধুর স্বামী জানান পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাদের আত্মহত্যা করা ছাড়া অন্য কোন উপায় থাকবে না। গোটা বিষয়টি নিয়ে জেলার পুলিশ সুপারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।